বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভাইয়ের মৃত্যুরহস্য ভেদের আগেই অপর ভাইয়ের মৃত্যু

  •    
  • ২৬ মার্চ, ২০২২ ০১:৫১

রবির মৃত্যুর বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ‘রবি হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে ছিলেন। রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ তার মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করছে।’

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ‘বিষপান’ করে অভিনাথ মারান্ডি মৃত্যুর পর মারা গেছেন একই ঘটনায় অসুস্থ তার ভাই রবি মারান্ডিও।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে মারা যান ২৭ বছরের রবি। এর আগে গত বুধবার তার চাচাতো ভাই ৩৬ বছরের অভিনাথ মারান্ডির মৃত্যু হয়েছিল। নিহত এই দুই কৃষকের বাড়ি গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের নিমঘুটু গ্রামে।

দুই ভাইয়েরে মৃত্যুকে ঘিরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে দুই ধরনের বক্তব্য উঠে আসছে।

অভিনাথের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, অনেক ঘুরেও গভীর নলকূপ থেকে সেচের পানি পাচ্ছিলেন না তারা। তাই ক্ষোভে গত বুধবার সন্ধ্যার দিকে ওই নলকূপের সামনেই দুজনে বিষ পান করেন। এতে সেদিনই বাড়িতে অভিনাথের মৃত্যু হয়।

রবির মৃত্যুর বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ‘রবি হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে ছিলেন। রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ তার লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করছে। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে।’

এদিকে স্বামীর মৃত্যুর ঘটনায় অভিনাথের স্ত্রী রোজিনা হেমব্রম গভীর নলকূপের অপারেটর ও দেওপাড়া ইউনিয়নের কৃষক লীগ নেতা সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে শুক্রবার রাতে গোদাগাড়ী থানায় আত্মহত্যার প্ররোচনার একটি মামলা করেছেন।

গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, আত্মহত্যার প্ররোচনার মামলায় সাখাওয়াতকে গ্রেপ্তারে অভিযান চলছে। রবির মৃত্যুর খবরও তিনি শুনেছেন। একটা মামলাতেই তার মৃত্যুও থাকবে।

এদিকে, রামেক হাসপাতালে রবির ভাই সুশিল মারান্ডির সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, ‘রবি বুধবার সন্ধ্যার পর বাড়িতে এসে তার মাকে বলেন, আমি মনে হয় আর বাঁচবো না। কী হয়েছে জানতে চাইলে রবি বলেন আমি বিষ খেয়াছি। কেন, জানতে চাইলে বলে জানি না। এর পর ওই রাতেই তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

তবে নিহত দুই ভাইয়ের মদ্যপানের অভ্যাস থাকায় এক পক্ষ দাবি করছে, বিষাক্ত চোলাই মদ পান করেই তাদের মৃত্যু হয়েছে।

এ বিভাগের আরো খবর