রাজধানীর লালবাগের সেকশন বটতলা এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছয়তলা থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম সিরাজুল ইসলাম। তার বয়স ২৬ বছর।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
সিরাজুলের শ্বশুর ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিরাজুলের গ্রামের বাড়ি ভোলার লালমোহনের চরপাড়া গ্রামে। বর্তমানে লালবাগের সেকশন বটতলা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’