মোড়ক উন্মোচন হলো বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা ডা. এস এ মালেক রচিত ‘স্ট্রিম অফ থটস’ গ্রন্থের।
জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার গ্রন্থটির প্রকাশনা উৎসব হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘আমরা বঙ্গবন্ধুকে দেখেছি, কিন্তু আজকের প্রজন্ম বঙ্গবন্ধুকে দেখেনি। অতএব বঙ্গবন্ধুকে উপস্থাপন করবেন আপনি, আমি।
‘আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী না হই, আমরা যদি সৎ জীবনযাপন না করি, তাহলে আমাদের সন্তানরা কী শিখবে। তাই আমি মনে, করি ডা. এস এ মালেকের তিনটি বই সময়োপযোগী।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইতিহাসের সত্য সঠিকভাবে তুলে ধরা না হলে মিথ্যা ও বিকৃত ইতিহাস জায়গা করে নেয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর বাঙালির সমৃদ্ধ ও গৌরবগাথা ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এর বিরুদ্ধে যারা কলম ধরে প্রকৃত ইতিহাস ও বস্তুনিষ্ঠ তথ্যকে সামনে নিয়ে এসেছেন তাদের একজন ডা. এস এ মালেক। তার লিখিত ‘স্ট্রিম অফ থটস’ গ্রন্থের তিন খণ্ড পাঠ করলে মনে হবে এ যেন ইতিহাসের প্রকৃত সত্য, বস্তুনিষ্ঠ তথ্য ও বিশ্লেষণ দ্বারা রচিত এক অনন্য দলিল।
বক্তারা আরও বলেন, ডা. এস এ মালেক দীর্ঘ প্রায় সাত দশক ধরে শুধু ইতিহাসের একজন পর্যবেক্ষকই নন, তিনি একজন সক্রিয় রাজনীতিক এবং খ্যাতিমান চিকিৎসক। দেশমাতৃকার জন্য যুদ্ধ করেছেন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আর সে কারণে ‘স্ট্রিম অফ থটস’ গ্রন্থের নিবন্ধগুলোয় খুঁজে পাওয়া যাবে লেখকের বাস্তব অভিজ্ঞতাধর্মী বিশ্লেষণ, যা তিনি যৌক্তিক এবং বিশ্বাসযোগ্যভাবে পাঠকদের কাছে উপস্থাপন করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অজিত কুমার সরকার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ শফিকুর রহমান, পরিষদের সাধারণ সম্পাদক আ ব ম ফারুক, অধ্যাপক অসীম সরকার, পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান লালটুসহ অনেকে।