বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পুনর্বিবেচনা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

  •    
  • ২৫ মার্চ, ২০২২ ১৭:১৪

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আমাদের দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি কীভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মোপযোগী শিক্ষা নিশ্চিত করা যায়। যে শিক্ষার্থী অনার্স কিংবা ডিগ্রি নিয়ে বের হবে সে যেন কাজের জগতের চাহিদা অনুযায়ী যোগ্যতা অর্জন করে বের হয়।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরো কারিকুলাম পুনর্বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বলেন, ‘আমাদের দেশে উচ্চশিক্ষার প্রায় তিন-চতুর্থাংশ শিক্ষার্থী যে বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষা অর্জন করে তা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়। সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরো কারিকুলাম পুনর্বিবেচনা করছি।’

শুক্রবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়ায় ভাটেরচর দে. এ মান্না পাইলট উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি কীভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মোপযোগী শিক্ষা নিশ্চিত করা যায়। যে শিক্ষার্থী অনার্স কিংবা ডিগ্রি নিয়ে বের হবে সে যেন কাজের জগতের চাহিদা অনুযায়ী যোগ্যতা অর্জন করে বের হয়।

‘তার যেন চাকরি পেতে সমস্যা না হয়। সে উদ্যোক্তা হতে চাইলেও যেন সে যোগ্যতা নিয়ে বের হতে পারে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘রাজনীতির বাইরে তো জীবন নয়। অনেকে বলেন যে রাজনীতি করি না, কেন? রাজনীতি ভালো না, কোন জায়গায় সব লোক ভালো বলেন। ভালো মন্দ মিলেই তো আমরা সবাই। আপনার ভবিষ্যৎ আপনার হাতেই যেন সিদ্ধান্তের চাবিকাঠি থাকে, সেই জন্য রাজনীতিতে সচেতন হতে হবে।’

দীপু মনি বলেন, ‘আমি কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখেছি, লেখা আছে ধূমপান মুক্ত রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই। ধূমপান আর রাজনীতি এক বস্তু না। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আরা রাজনীতি প্রত্যেক মানুষের জন্য রাজনৈতিক সচেতনতা অপরিহার্য। না হলে স্বাস্থ্য বিপর্যয় ঘটতে পারে। আর সেজন্যই শিক্ষার্থীদের বলব এবং এখানে যারা আছেন উপস্থিত আছেন তাদেরকে উদ্দেশে বলছি, আসুন আমরা সেই সঠিক রাজনীতিটিকে চিনে নেই।‘আমাদের এই উপমহাদেশ বা আমাদের এই ভূখণ্ডে গত ১০০ বছরের ইতিহাস দেখি। আমরা দেখি রাজনীতিকে মূল দুটি ধারা আছে। একটি হলো উদার অসাম্প্রদায়িক গণতন্ত্রের একটি ধারা, আরেকটি ধারা যারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু মুষ্টিমেয় কিছু মানুষের এবং ধর্মান্ধের কটিগুষ্টির কুক্ষিগত সংকীর্ণ একটি চিন্তাধারা নিয়ে তারা দাবিত হয়। আমরা এই দুটি ধারাকে যেন চিনতে পারি।’

মন্ত্রী বলেন, ‘আজকে ২৫ মার্চ, আমরা যেন মনে রাখি কারা ছিল ৭৫ এর গণহত্যাকারীদের দোসর। কারা ছিল ৭১-এর হানাদ্বার বাহিনীর দোসর। আমরা যেন ভুলে না যাই ৭১ সালে যারা যুদ্ধাপরাধী করেছে। তারা এবং তাদের দোসর কারা। আমরা যেন ভুলে না যাই ৭১ এর পরাজিত অপশক্তি যারা ৭৫ এর ছোবল মেরে ছিল।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মৃণালকান্তি দাস, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল, পুলিশ সুপার আব্দুল মোমেনসহ অনেকে।

এ বিভাগের আরো খবর