বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জমি নিয়ে বিরোধে চাচাকে কুপিয়ে জখম

  •    
  • ২৫ মার্চ, ২০২২ ১৪:৪৩

চরভদ্রাসন থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে জমি নিয়ে বিরোধে এ ঘটনা ঘটেছে ধারণা করা হচ্ছে। তদন্তে সব জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ফরিদপুরের চরভদ্রাসনে এক যুবকের বিরুদ্ধে চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।

সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামে বৃহস্পতিবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে।

আহত ৪৬ বছরের ইলিয়াস ফকির ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সৌদী প্রবাসী ইলিয়াস ছয় মাস আগে ছুটিতে দেশে আসেন।

এ ঘটনায় অভিযুক্ত ২৪ বছরের শাহিন ফকির পলাতক। তিনি ইলিয়াসের বড় ভাই রহিম ফকিরের ছেলে।

নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম।

আহত ইলিয়াস ফকিরের স্ত্রী হাসিনা আক্তার জানান, জমিজমা নিয়ে তাদের সঙ্গে শাহিন ফকিরের বিরোধ রয়েছে। এ বিষয় নিয়ে রাতে শাহিনের ভগ্নিপতি ওবায়দুরের সঙ্গে কথা বলছিলেন ইলিয়াস। তারা পারিবারিক বিভিন্ন বিষয়ে আলাপের এক পর্যায়ে হঠাৎ শাহিন এসে ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে কোপাতে শুরু করেন।

পরে প্রতিবেশীরা ইলিয়াসকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে অভিযুক্তের মা সুফিয়া বেগম কোপানোর কথা স্বীকার করে বলেন, ‘ইলিয়াস আগে শাহিনকে মারতে আসলে সে তাকে আঘাত করে।’

ওসি জিয়ারুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে জমি নিয়ে বিরোধে এ ঘটনা ঘটেছে ধারণা করা হচ্ছে। তদন্তে সব জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এ বিভাগের আরো খবর