রাজধানীতে বাসের চাপায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৫৭ বছর বয়সী ওই পরিচ্ছন্নতাকর্মীর নাম মোহাম্মদ ফারুক। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফারুকের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গাজীপুরা গ্রামে। তিনি হাজারীবাগের গণকটুলি বাঙ্গি কলোনিতে সপরিবারে থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের মেয়ে মুক্তি আক্তার বলেন, ‘আমার বাবা সকালে নাস্তা খেয়ে বের হন। তার দুই ঘণ্টা পরই দুর্ঘটনার সংবাদ পাই। এ ঘটনায় বাস আটক করা হয়েছে। আমাদের কী লাভ?
‘আমাদের রেখে আমার বাবা চলে গেলেন। আমার ভাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। এই খরচ চালাবে কে? আমাদের সব শেষ হয়ে গেল।’
ফারুকের সহকর্মী শাহ আলম মিয়া বলেন, ‘আমাদের ফারুক ভাই মুহূর্তের মধ্যে চলে গেলেন। ব্রেক করলে সে বেঁচে যায়।’
তিনি জানান, সকালে ঝাড়ু দেয়ার সময় যাত্রীবাহী স্বদেশ পরিবহনের বাস ফারুককে চাপা দেয়। এর পরপরই চালক গাড়ি থেকে নেমে পালিয়ে যান। পরে পুলিশ এসে গাড়ি জব্দ করে।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ, সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, গুলিস্তান এলাকা থেকে বাসের চাপায় আহত সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।