দেশে শতভাগ বিদ্যুতায়নের স্বীকৃতি হিসেবে বিদ্যুৎ বিভাগের পাওয়া স্বাধীনতা পুরস্কারটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ঢাকায় তার কার্যালয়ে পুরস্কারটি হস্তান্তর করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি এবং মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হওয়ায় এ বছর স্বাধীনতা পুরস্কার দেয়া হয় বিদ্যুৎ বিভাগকে।
বৃহস্পতিবার সকালে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারটি গ্রহণ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
পরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি স্বাধীনতা পুরস্কার (মেডেল ও সনদ) তার কাছে হস্তান্তর করেন।
সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ, খনিজ সম্পদ ও জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। এই গৌরবদীপ্ত অর্জনের রূপকার তিনি নিজেই। দেশের শতভাগ বিদ্যুতায়নের কাজটি করা সম্ভব হয়েছে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও নীতি-কৌশলের কারণে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘মর্যাদাপূর্ণ স্বাধীনতা পুরস্কার বিদ্যুৎ, খনিজ সম্পদ ও জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর অত্যন্ত সম্মানের।’
তিনি আরও লেখেন, ‘তার নিরলস প্রচেষ্টা আমাদের শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্য অর্জনকে ত্বরান্বিত করেছে।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুরস্কার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই এলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান।