ঢাকার পার্শ্ববর্তী বিভাগ ময়মনসিংহে দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরের জেলা রাজশাহীতে রয়েছে গরম বাড়ার শঙ্কা। পাবনা ও রাজশাহী অঞ্চলে কয়েকদিন থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে রাজধানী ঢাকার নাগরিকদের জন্য সুখবর হচ্ছে, আগামী বেশ কয়েকদিন ঢাকার তাপমাত্রা বাড়ার আশঙ্কা নেই। বরং বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
শুক্রবার আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য জায়গায় আকাশ মেঘলা হলেও বৃষ্টির সম্ভাবনা নেই। রাজশাহী ও পাবনা অঞ্চলে গরম বাড়বে।
এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস৷ আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের পঞ্চগড়ের তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
দেশের উত্তর-পূর্ব অঞ্চলে বৃষ্টি হবে জানিয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘ময়মনসিংহ সিলেট, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে।’
তাপমাত্রা পরিস্থিতি কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন যেরকম আছে তেমনই থাকবে। খুব বেশি একটা পরিবর্তন হবে না। ঢাকায় বর্তমান তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সামনের বেশ কিছুদিন এরকমই থাকবে।’
রাজশাহী অঞ্চলের তাপমাত্রা বাড়তে পারে বলে যোগ করেন তিনি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এদিকে গত মঙ্গলবার উত্তর আন্দামান সাগর ও এর আশপাশের এলাকার নিম্নচাপটি উত্তর ও উত্তর-পূর্বদিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় অশনিতে পরিণত হওয়ার কথা থাকলেও এটি গভীর নিম্নচাপ হয়ে মিয়ানমারের ওপর দিয়ে চলে গেছে।
ঢাকার আজকের তাপমাত্রা নিয়ে অনেকটাই স্বস্তি আছে জনমনে। আজিমপুরের বাসিন্দা এম ইসলাম সৌরভ নিউজবাংলাকে, ‘গত কয়েক দিন প্রচুর গরম ছিল। সে তুলনায় আজকের আবহাওয়া বেশি আরামদায়ক।’