বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ মার্চ, ২০২২ ১২:৩২

চরজব্বর থানার ওসি জিয়াউল হক বলেন, ‘মরদেহ থানায় নেয়ার প্রস্তুতি চলছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার কেরামতপুর গ্রামে নিজেদের পুকুর থেকে শুক্রবার সকাল ৬টার দিকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

১৬ বছরের শিপাত হোসেন উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের প্রবাসী আবু বক্কর ছিদ্দিকের ছেলে। শিপাত লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।

শিপাতের স্বজনদের বরাতে তিনি জানান, বৃহস্পতিবার দুপুর থেকে শিপাত নিখোঁজ ছিলেন। শুক্রবার শিপাতের মা ফজরের নামাজ পড়তে উঠলে ভোর সাড়ে ৫টার দিকে বসতঘরের পাশে পুকুরে ছেলের মরদেহ ভাসতে দেখেন। শিপাত মৃগীরোগে আক্রান্ত ছিলেন বলে জানায় তার পরিবার।

ওসি বলেন, ‘মরদেহ থানায় নেয়ার প্রস্তুতি চলছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

এ বিভাগের আরো খবর