বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়ালের মৃত্যু

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ মার্চ, ২০২২ ১১:০৫

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা এম এ হাসান বলেন, ‘সুন্দরবনে বাঘের আক্রমণে এক মৌয়ালের মৃত্যু হয়েছে। মরদেহটি লোকালয়ে আনা হচ্ছে। সুন্দরবনের রায়মঙ্গল নদী ভারত-বাংলাদেশ সীমান্তে। সোলাইমান কোন দেশের অংশে বাঘের আক্রমণের শিকার হয়েছেন তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।’

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের হাতে এক মৌয়ালের মৃত্যু হয়েছে।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিঘাটা ফরেস্ট স্টেশনের আওতাধীন সীমান্তবর্তী রায়মঙ্গল নদী থেকে বৃহস্পতিবার সকালে ওই মৌয়ালকে বাঘ ধরে নিয়ে যায়। রাত ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

৫৫ বছর বয়সী মৃত সোলাইমান শেখের বাড়ি শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের গোদাড়া গ্রামে।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা এম এ হাসান নিউজবাংলাকে সোলাইমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সোলাইমানের প্রতিবেশী জুবায়ের হোসেন জানান, তিন দিন আগে সাত থেকে আটজনের একটি দল বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়েছিল। বৃহস্পতিবার সকালে সোলাইমানকে একটি বাঘ ধরে নিয়ে যায়। পরে বনকর্মীদের সহায়তায় রাত ৩টার দিকে মরদেহ উদ্ধারের পর বাড়িতে খবর দেয়া হয়েছে।

এম এ হাসান বলেন, ‘সুন্দরবনে বাঘের আক্রমণে এক মৌয়ালের মৃত্যু হয়েছে। মরদেহটি লোকালয়ে আনা হচ্ছে। সুন্দরবনের রায়মঙ্গল নদী ভারত-বাংলাদেশ সীমান্তে। সোলাইমান কোন দেশের অংশে বাঘের আক্রমণের শিকার হয়েছেন তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।

‘দুর্গম ওই এলাকায় নেটওয়ার্ক থাকে না। সে কারণে যোগাযোগ করতে পারছি না। তবে বনকর্মীদের জানানো আছে। তারা নেটওয়ার্কের মধ্যে এলেই বিস্তারিত জানাতে পারব। তিনি যেহেতু বন বিভাগের অনুমতি নিয়ে বনে গিয়েছিলেন, তাই বিধি অনুযায়ী পরিবার ক্ষতিপূরণ পাবে।’

এ বিভাগের আরো খবর