নরসিংদীর রায়পুরায় সিএনজিচালিত অটোরিকশায় পিকআপ ভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন।
রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশে সিএনজি ফিলিং স্টেশনের সামনে শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এখন পর্যন্ত নিহত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন অটোরিকশার চালক ৩৫ বছর বয়সী মো. আইনউদ্দিন এবং দুই যাত্রী ১৮ বছর বয়সী কাইয়ুম মিয়া ও ৬২ বছর বয়সী আব্দুর রউফ।
পুলিশ জানায়, অটোরিকশাটি রায়পুরার চরসুবুদ্ধি বাজার থেকে পাঁচজন যাত্রী নিয়ে নরসিংদী সদরে আসছিল আর পিকআপ ভ্যানটি নরসিংদী থেকে নিলক্ষা যাচ্ছিল। আমিরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চারজন নিহত হন।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার জানান, চারজনের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালককে এখনও আটক করা হয়নি।