দেশজুড়ে উন্নয়ন কার্যক্রমের বিরুদ্ধে বিএনপি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নতুন করে ঘুরে দাঁড়িয়েছে। বারবার মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলে দেশজুড়ে উন্নয়ন কার্যক্রমের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত।
‘বিএনপি কোন দুর্নীতির কথা বলে, তা আমরা জানি না। দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। তার ছেলে দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দেশ ছেড়ে পালিয়েছেন। মির্জা ফখরুল সাহেব এখন কোন দুর্নীতির কথা বলেন।’
হানিফ বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, অর্থনৈতিক মুক্তি দেয়ার আগেই একাত্তরের পরাজিত শক্তি তাকে হত্যা করেছে। আজ তার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সোনার বাংলায় পরিণত হচ্ছে। তিনি সব সীমাবদ্ধতা মোকাবিলা করে দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়েছেন।’
সম্মেলনে সভাপতিত্ব করেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজিবুল ইসলাম।
উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধর্ম সম্পাদক সিরাজুল মোস্তফা, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, জেলা আওয়ামী লীগ সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, সাংসদ সাইমুম সরওয়ার কমল ও আশেক উল্লাহ রফিক।
সম্মেলন পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।