সন্তানদের সুসন্তান হিসেবে গড়তে অভিভাবকদের নজর রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটনের পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। বলেন, ‘সন্তান পরীক্ষার্থী না হয়ে শিক্ষার্থী হোক।’
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘কারাগারের রোজনামচা’ পাঠ ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করি, সন্তান দেশকে ভালোবাসবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তেমন সন্তান নিয়ে যেন আমরা গর্ব করতে পারি।’
ডিএমপি কমিশনার বলেন, ‘কষ্ট লাগে তখন যখন দেখি সারা রাত একজন বাবা সন্তানকে মেডিকেল, বুয়েটে ভর্তির জন্য প্রশ্নপত্র কিনতে উন্মাদের মতো খুঁজছেন। এ থেকে আপনার সন্তান কী তৈরি হবে?
“আমরা এমন সন্তান তৈরি করছি, যে সন্তান দুদিন পরে আমার বুকে ছুরি ধরে বলবে ‘ফেনসিডিল খাবো টাকা দে’। আমাদের কাছে এমন অনেক উচ্চপদস্ত কর্মকর্তা ফোন করে অসহায়ত্ব প্রকাশ করেন।”
ডিএমপি কমিশনার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় শক্তি ছিল তিনি দেশের মানুষকে ভালোবাসেতেন। আর দুর্বলতার কথা তিনি বলেছেন, তিনি মানুষকে একটু বেশিই ভালোবাসেন। বঙ্গবন্ধুর আদর্শই মানুষকে ভালোবাসা, মানুষের জন্য কাজ করা। আমরা সন্তানকে কি সেভাবে তৈরি করতে পারছি? দেশের মানুষের কাজে লাগবে, সেরকম সন্তান তৈরি করতে পারছি?’
দেশে শত শত বিশ্ববিদ্যালয় হয়েছে, কলেজ হয়েছে, মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘কয়জন শিক্ষার্থী বের হয়ে গরিব মানুষের জন্য কাজ করছেন? আমাদের মাঝে মাঝে বলতে ইচ্ছা করে, লেখাপড়া না করে মূর্খ থাকলে ভালো হতো। কারণ অন্তত ঘুষখোর এই অপবাদটা নেয়া লাগত না। আমরা লেখাপড়া শিখছি আর দুর্নীতি থেকে শুরু করে যাবতীয় দুষ্কর্মে লিপ্ত হচ্ছি।’
শফিকুল ইসলাম বলেন, ‘সরকার পদ্মাসেতু তৈরি করতে পারবে, সরকার মেট্রোরেল তৈরি করে দিতে পারবে, দেশকে উন্নয়নের জন্য আর্থিক ভিত্তি তৈরি করে দিতে পারবে কিন্তু আপনার সন্তানকে মানুষ করার দায়িত্ব আপনার। আমার সন্তানকে আমি বঙ্গবন্ধুর আদর্শে মানুষ করতে পারছি? একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরি করতে পারছি?’