বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘না জানিয়ে’ ওয়াজ করার ঘোষণা, আদালতে তাহেরী

  •    
  • ২৪ মার্চ, ২০২২ ১৯:০১

তাহেরী জানান, তিনি বালাগঞ্জের মাহফিলের কোনো দাওয়াত পাননি। কে বা কারা তার নাম করে টাকা নিয়েছে তাও জানেন না। মাহফিল কমিটি মিথ্যাচার করেছে, এমন অভিযোগ এনে তিনি আদালতে মামলার আবেদন করেছেন।

না জানিয়ে মাহফিলে ওয়াজ করার ঘোষণা এবং সম্মানহানির অভিযোগ এনে ১৫ জনের বিরুদ্ধে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেছেন ইসলামি বক্তা মুফতি মুহাম্মদ গিয়াস উদ্দিন আত্ব তাহেরী।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল কাশেমের আদালতে হাজির হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন তিনি।

অগ্রিম ৩৩ হাজার টাকা নিয়ে বালাগঞ্জে ওয়াজ মাহফিলে উপস্থিত না হওয়ায় সিলেটে তাহেরীকে অবাঞ্ছিতও ঘোষণা করেছে আয়োজক কমিটি।

আদালতে তাহেরীর মামলার আবেদনে অভিযুক্তদের মধ্যে আছেন সিলেটের বালাগঞ্জ পৈলনপুরের মইনুল ইসলাম, হাফিজ মুজিবুর রহমান, মসজিদের ইমাম ও খতিব ক্বারী জয়নাল আবেদীন, সিলেট অনলাইন টিভি নবীগঞ্জের রাজু আহমদ, ফেসবুকে লাইভ ও শেয়ারকারী নবীগঞ্জ সদরঘাটের শেখ শাহজাহান, ফেসবুকে লাইভ ও শেয়ারকারী হবিগঞ্জ লাখাই মুড়াকুড়ির আব্দুল কুদ্দুছ নুরী, ফেসবুকে লাইভ ও শেয়ারকারী তপু তরফদার।

মামলার আবেদনে তাহেরী অভিযোগ করেন, তার সঙ্গে কোনো রকম যোগাযোগ না করেই গত ২২ মার্চ বালাগঞ্জের পৈলনপুরে ইসলামি সুন্নি মহাসম্মেলনে হাজির থাকার কথা উল্লেখ করে প্রচার চালানো হয়। মাহফিলের পোস্টারেও তার নাম ছাপানো হয়। মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তাহেরীর পিএস দাবিদার এক ব্যক্তিকে মাহফিল কমিটি ৩৩ হাজার টাকা দিয়েছে বলেও দাবি করেছে। ওই ব্যক্তিকে তিনি চেনেন না বলে জানান।

তিনি অভিযোগে আরও বলেন, মাহফিলের আয়োজকরা ফেসবুক-ইউটিউবে তার নামে নানা রকম অপপ্রচার ও কুৎসা রটনা করে। তার বিরুদ্ধে মিছিল করে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় আয়োজক কমিটি। তারা সিলেটে তাকে অবাঞ্ছিতও ঘোষণা করে।

এতে মানহানির অভিযোগ আনেন তাহেরী। এসব অভিযোগ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

তাহেরীর আইনজীবী এ টি এম ফয়েজ বলেন, আদালত তাহেরীর অভিযোগ গ্রহণ করেছে। ৩১ মার্চ এ বিষয়ে আদেশ দেয়া হবে।

মামলার আবেদনের পর আদালত প্রাঙ্গণে তাহেরী জানান, তিনি বালাগঞ্জের মাহফিলের কোনো দাওয়াত পাননি। কে বা কারা তার নাম করে টাকা নিয়েছে তাও জানেন না। মাহফিল কমিটি মিথ্যাচার করেছে, এমন অভিযোগ এনে তিনি আদালতে মামলার আবেদন করেছেন।

তাহেরী অগ্রিম ৩৩ হাজার টাকা নিয়ে বালাগঞ্জে একটি ওয়াজ মাহফিলে আসেননি- এমন অভিযোগ ওঠে গত মঙ্গলবার। এদিন বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন মাঠে এ মাহফিলের আয়োজন করেছিলেন স্থানীয়রা।

বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়নে ওয়াজ মাহফিল আয়োজক কমিটির সদস্য মুজিবুর রহমান বলেন, ওয়াজ মাহফিলটিতে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল গিয়াস উদ্দিন আত্ব তাহেরীকে। মাহফিলে আসা বাবদ তার পিএসের কাছে দুই ধাপে অগ্রিম ৩৩ হাজার টাকাও দেয়া হয়। মঙ্গলবার সকাল থেকেই তাহেরীর পিএসের মোবাইল ফোনে বারবার কল দিলে তিনি রিসিভ করেননি। ওয়াজের নির্ধারিত সময় পর্যন্ত কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি।

তিনি জানান, তার সঙ্গে যোগাযোগ করতে না পারার বিষয়ে মাহফিলের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে স্লোগান দেন।

এ বিভাগের আরো খবর