কুষ্টিয়ার মিরপুরে ১৩ বছর আগে যুবককে তুলে নিয়ে হত্যার মামলায় ৮ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১-এর বিচারক তাজুল ইসলাম বৃহস্পতিবার বেলা আড়াইটায় এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ড ছাড়াও প্রত্যেকের ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সাজা দেয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অনুপ কুমার নন্দী এসব তথ্য নিশ্চিত করেছেন।
সাজা পাওয়া আসামিদের মধ্যে গ্রেপ্তার আছেন পাঁচজন। অন্যরা পলাতক।
২০০৯ সালের ১২ জুলাই বিকেলে মিরপুর উপজেলার বাড়িয়া গ্রামের ফিরোজ আহমেদ কাজল মোটরসাইকেলে বাড়ি থেকে ভেড়ামারা যাওয়ার পথে নিখোঁজ হন। পরের দুই দিন বিভিন্ন মোবাইল নম্বর থেকে তার পরিবারের সদস্যদের কাছে কল দিয়ে কাজলকে ফিরিয়ে দেয়ার বিনিময়ে মুক্তিপণ চাওয়া হয়।
এ ঘটনায় কাজলের বাবা মিরপুর থানায় মামলা করেন। তদন্তের পর গ্রেপ্তার করা হয় পাঁচ আসামিকে। তাদের স্বীকারোক্তিতে সে বছরের ২৭ ডিসেম্বর ওই ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামের একটি বাড়ির উঠোনের মাটি খুঁড়ে কাজলের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।