বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার ২

  •    
  • ২৪ মার্চ, ২০২২ ১৬:৫৮

গত রোববার রাতে কচুয়া থানার এসআই রবিউল ইসলাম সম্মানকাঠি এলাকায় মাদক উদ্ধারের অভিযানে যান। সেখানে তার ওপর হামলা হয়।

বাগেরহাটের কচুয়ায় পুলিশের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলামের ওপর হামলার মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পিরোজপুর সদর উপজেলার কলাখালি এলাকা থেকে তাদের বুধবার রাতে গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানায় র‍্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেদী হাসান জুয়েল ও রুবেল মোল্লা। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

র‌্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহমেদ জানান, গত রোববার রাতে কচুয়া থানার এসআই রবিউল ইসলাম সম্মানকাঠি এলাকায় মাদক উদ্ধারের অভিযানে যান। এ সময় সন্দেহের ভিত্তিতে তল্লাশি চালাতে তিনি মেহেদীকে আটকের চেষ্টা করেন। মেহেদি তখন দৌড়ে পালিয়ে যান। কিছুক্ষণ পর ধারালো অস্ত্রধারী আরও কয়েকজনকে নিয়ে ফিরে এসে এসআই রবিউলকে কুপিয়ে চলে যান মেহেদি।

এ ঘটনায় গত সোমবার কচুয়া থানায় মামলা করেন এসআই রবিউল।

র‍্যাব কর্মকর্তা জানান, গ্রেপ্তার আসামিদের কচুয়া থানায় হস্তান্তর করা হবে।

এ বিভাগের আরো খবর