রাজধানীর বংশাল থানার সামনে এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি একজনের বৃহস্পতিবার সকালে অস্ত্রোপচার সফল হয়েছে।
বুধবার রাত সাড়ে ১১ টার দিকে বংশাল থানা ফটকের সামনেই এই ঘটনা ঘটে। আহত পাঁচ জনই বংশাল থানার সদস্য। এদের মধ্যে চার জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বিশ্রামে থাকলেও একজনের অবস্থা গুরুতর, তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত পুলিশ সদস্যদের মধ্যে একজন উপ-পরিদর্শক, একজন সহকারী উপ-পরিদর্শক ও তিন জন কনস্টেবল। তারা হলেন বংশাল থানার উপ-পরিদর্শক সুমন চন্দ্র, সহকারী উপ-পরিদর্শক তাজুল ইসলাম, কনস্টেবল সজিব, শফিকুল এবং নজরুল ইসলাম। এদের মধ্যে কনস্টেবল নজরুল ইসলাম পেটে গুরুতর জখম নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল করিম।
বৃহস্পতিবার সকালে তিনি নিউজবাংলাকে বলেন, ‘বুধবার রাতে দুইজন ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। থানার প্রবেশমুখে ছিনতাইকারীদের একজন পালিয়ে যাবার জন্য তার কাছে লুকিয়ে রাখা একটি ছুরি দিয়ে অতর্কিত হামলা চালায়। সে সময় থানার সামনে দায়িত্বরত দুইজন কনস্টেবলসহ তাদের আটক করে আনা একজন এসআই, একজন এএসআই ও একজন কনস্টেবল ওই ছিনতাইকারীর হামলার শিকার হন।
প্রথমেই কনস্টেবল নজরুল হামলার শিকার হওয়ায় তার জখমটাও গুরুতর। তার পেটে গভীর ক্ষত হয়েছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আর অন্যরা নজরুলকে সহযোগিতা ও ছিনতাইকারীকে প্রতিরোধ করতে গিয়ে আহত হয়েছে।
তিনি আরও বলেন, ‘ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার সকাল ৮টায় কনস্টেবল নজরুলের অস্ত্রোপচার সফল হয়েছে।’
তাদের জখম গুরুতর নয়, প্রাথমিক চিকিৎসা শেষে তারা বিশ্রামে আছে। ওই ছিনতাইকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান মীর রেজাউল করিম।