ফরিদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রাজিউর রহমান রাজিব।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে বুধবার দুপুর একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবক লীগের সদস্য তারিকুল ইসলাম জানান, গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিতে গোপালগঞ্জের শ্বশুরবাড়িতে বেড়ানো শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রাজিউর। মুকসুদপুর বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের চাপায় গুরুতর আহত হন তিনি।
এলাকাবসী তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে পরের দিন তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে বুধবার মারা যান তিনি।
রাজিউর রহমান ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা এটিএম নাসিরুদ্দিনের ছেলে।
রাজিউর রহমানের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তিনি গোপালপুর বাজারে অবস্থিত ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট হিসেবে কর্মরত ছিলেন।