মানুষ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। বলেন, ‘সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে। আর বিএনপি নাকে খত দিয়ে নির্বাচনে আসবে।’
সরকারি আশেক মাহমুদ কলেজের মাঠে বুধবার দুপুরে জামালপুর জেলা ছাত্রলীগের সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নানক বলেন, ‘ছাত্রলীগ হঠাৎ করে গজিয়ে ওঠা কোনো সংগঠন নয়। ছাত্রলীগকে সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। ছাত্রলীগ সময়, অসময়, দুঃসময়ে দেশ ও দলের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যোগ্য ও দেশপ্রেমিক নেতা তৈরির কারখানা হচ্ছে ছাত্রলীগ। তাই সাত বছর পর নয়, প্রতি বছরই ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে হবে।’
আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘খালেদা জিয়া ছাত্র সমাজের হাতে অস্ত্র তুলে দিয়ে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছিলেন। বিএনপির সময় শিক্ষা ছিল গুলশান, বনানীর ছেলে-মেয়ের জন্য। বিদ্যালয়বিহীন অবস্থায় ছিল দেশের ১ হাজার ৪৯৫ গ্রাম।
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই গ্রামগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠান করে দিয়েছেন। দেশের সব বেসরকারি ও রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন শিক্ষার আলো।’
সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরীসহ অনেকে।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভা থেকে জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি পদে খাবিরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক পদে নাফিউল করিম রাব্বির নাম ঘোষণা করা হয়।