চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একই গ্রুপের কর্মীদের মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে প্রভোস্টের কক্ষ।
সোহরাওয়ার্দী হলে বুধবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতরা হলেন সোহরাওয়ার্দী হলের করিম উদ্দিন ও এ এফ রহমান হলের আবদুর রহমান।
নেতা-কর্মীরা জানান, আলাওল ও এ এফ রহমান হলের বিজয় গ্রুপের ২০ থেকে ২৫ জন কর্মী সোহরাওয়ার্দী হলে এসে হামলা চালায়। সংঘর্ষে দুজন আহত হন। নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী হলের প্রভোস্টের কক্ষসহ বেশ কয়েকটি প্রশাসনিক কক্ষ ভাঙচুর করে।
বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের চিকিৎসক মোস্তফা কামাল বলেন, ‘সংঘর্ষে দুজন ছাত্র আহত হয়ে আমাদের এখানে চিকিৎসা নিয়েছেন। একজন মাথায় ও আরেকজন হাতে ব্যথা পেয়েছেন। হাতে সেলাই দিতে হয়েছে।’
সংঘর্ষের বিষয়ে জানতে বিজয় গ্রুপের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াসকে ফোন দেয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। বিজয় গ্রুপের আরেক নেতা জাহিদ আওয়াল এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, ‘ঘটনার পর আমরা হলে গিয়েছি। হলের ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা দেখে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেব। বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্ট করলে কাউকে ছাড় দেয়া হবে না।’