রাজধানীর মোহাম্মদপুরে ঘুমন্ত অবস্থায় শ্যালক ও সম্বন্ধির গায়ে গরম পানি ঢেলে দিয়েছেন তাদের ভগ্নিপতি আতাউর রহমান।
ঝলসে যাওয়া অবস্থায় ২৪ বছর বয়সী শ্যালক বাবু এবং ৩৪ বছর বয়সী সম্বন্ধি রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধদের বড় বোন হোসনে আরা বলেন, ‘আমার স্বামী আতাউর রহমান, আমার ছোট ভাই বাবুকে নিয়ে মোহাম্মদপুরের ওই বাসায় ভাড়া থাকি। দুই দিন আগে আমার বড় ভাই রাসেল গাজীপুর থেকে বাসায় বেড়াতে আসেন।’
তিনি জানান, সকালে বোন হোসনে আরা ও তাদের ভগ্নিপতি আতাউরের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়, তখন বাবু থামাতে গেলে আতাউর তার ওপর ক্ষেপে যান। একপর্যায়ে সেটি হাতাহাতিতে গড়ায়।
পরিস্থিতি শান্ত হলে বাবু তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন, তার সঙ্গে সেখানে ছিলেন বড় ভাই রাসেলও। এ সময় তার ভগ্নিপতি আতাউর রান্নাঘর থেকে গরম পানি নিয়ে গিয়ে তাদের শরীরে ঢেলে দেন। এতে তাদের দুজনেরই মুখসহ প্রায় পুরো শরীর ঝলসে যায়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বলেন, মোহাম্মদপুর থেকে দুই ভাইকে ঝলসানো অবস্থায় আনা হয়। রাসেলের শরীরে ১৪ শতাংশ ও বাবুর শরীরের ১৮ শতাংশ ঝলসে গেছে। বিষয়টি মোহাম্মদপুর থানায় জানানো হয়েছে।