বিএনপি আয়োজিত দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে হাতাহাতি করেছেন স্বেচ্ছাসেবকরা।
জাতীয় প্রেস ক্লাবে বুধবার দলটির ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সাজসজ্জা-আলোকচিত্র ও মুক্তিযুদ্ধের বইমেলা উদযাপন কমিটি’ আয়োজিত কর্মসূচিতে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে ১০টায়। সেটি শুরু হয় দুপুর পৌনে ১২টার দিকে।
অনুষ্ঠানে লাল-সবুজ গেঞ্জি পরা স্বেচ্ছাসেবকদের অনুষ্ঠানে আগতদের সঙ্গে দুর্ব্যবহার করতে দেখা যায়। তাদের বেশির ভাগই ছাত্রদল নেতা-কর্মী বলে জানান সংগঠনটির সভাপতি ফজলুর রহমান খোকন।
অনুষ্ঠান উদ্বোধন শেষে চিত্র প্রদর্শনীতে কর্তব্যরত সাংবাদিকরা নিজেদের পরিচয়পত্র দিয়ে ভেতরে প্রবেশ করতে চাইলেও সেই স্বেচ্ছাসেবকদের হাতে নাজেহাল হতে হয়। তারা একাধিকবার নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে পড়েন, যা হাতাহাতিতে রূপ নেয়।
প্রেস ক্লাব অডিটরিয়ামে মূল অনুষ্ঠানেও দেখা যায় চরম অব্যবস্থাপনা। একপর্যায়ে অনুষ্ঠানের সঞ্চালক বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দায়িত্বরত স্বেচ্ছাসেবক বাহিনীকে তাদের দায়িত্ব ভালোভাবে পালন করার নির্দেশ দেন।
এর আগে প্রেস ক্লাবের সামনে জাতীয় সংগীত ও দলীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।
ওই সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীরপ্রতীক মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমসহ অনেকেই উপস্থিত ছিলেন।