রাজধানীর শুক্রাবাদ এলাকায় চার তলা বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওই বাড়ির নিচ থেকে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
২৪ বছর বয়সী ছাত্রের নাম আকাশ রায়। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেছেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মরদেহ উদ্ধারকারী শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) পলাশ চৌধুরী রিপন নিউজবাংলাকে জানান, চার তলা ওই বাড়ির একটি মেসে থাকতেন আকাশ। ৬ মাস আগে তিনি স্নাতক সম্পন্ন করেন। ওই মেসে আরও চারজন থাকেন। আকাশের পরিবারের সদস্যরা ঢাকার বাইরে থাকেন।
তিনি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে আমাদের মনে হচ্ছে, সে কোনো কারণে বিষাদগ্রস্ত ছিল। তাই ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। কেন এমনটা করল তা আমরা যাচাই করছি।
‘আর এর বাইরে অন্য কোনো ঘটনা থাকলে তা ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসবে। এ বিষয়ে শেরে বাংলা নগর থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।’