নওগাঁর সাপাহারে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে ১০ যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
সাপাহার বাজার এলাকা থেকে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার সকালে বিষয়টি জানানো হয়েছে।
গ্রেপ্তার ১০ জন হলেন সাপাহার উপজেলার বাহাপুর গ্রামের নুর আলম, মদনসিং গ্রামের সাকিব হাসান, পিছল মধ্যপাড়া গ্রামের মো. ইমরান, মানিকুড়া গ্রামের কামাল হোসাইন ও আরিফুল ইসলাম, জয়পুর গুচ্ছগ্রামের শাহিন আলম, খুদ রামবাটি (মহিলিপুর) গ্রামের মতিউর রহমান, সৈয়দপুর গ্রামের রাশেদ মিলন, বৈদ্যপুর গ্রামের আব্দুল মাজেদ এবং পত্নীতলার সাড়াইডাঙ্গা গ্রামের কাওসার মাহমুদ শান্ত।
র্যাবের জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানান, পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের গোপন সংবাদের ভিত্তিতে সাপাহার বাজার এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে ১২টি সিপিইউ, ১৬টি হার্ডডিস্ক, ১২টি মনিটর, চারটি মাউস, নয়টি বিভিন্ন ক্যাবল ও আটটি কিবোর্ডসহ ১০ যুবককে আটক করা হয়।
রাতেই সাপাহার থানায় তাদের নামে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ অনুযায়ী মামলা হয়েছে।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার নিউজবাংলাকে বলেন, ‘মামলা দিয়ে র্যাব ১০ জনকে থানায় হস্তান্তর করেছে। মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই যুবকদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’