টাঙ্গাইলের কালিহাতীতে সপ্তম শ্রেণির এক ছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার কোকডহরা ইউনিয়নের বানিয়াপাড়া এলাকা থেকে বুধবার সকালে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ১৪ বছরের রাহাত বানিয়ারা গ্রামের শাহাদত হোসেনের ছেলে। সে বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয়ে পড়ত।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান।
স্থানীয়দের বরাতে তিনি জানান, রাহাত মঙ্গলবার রাত থেকেই নিখোঁজ ছিল। ভোরে শাহাদত হোসেন ছেলেকে খুঁজতে বের হলে এলাকার একটি পুকুরে রাহাতের গলা কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সার্জেন্ট ফজলুর রহমান বলেন, ‘ফজরের নামাজ পড়ে প্রতিদিনের মতো হাঁটতে বের হয়ে দেখি পুকুরের ধারে অনেক মানুষ। একটু এগিয়ে দেখি এক তরুণের মরদেহ, তার গলা ধারালো কিছু দিয়ে কাটা।’
ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, ‘রাতের কোনো একসময় রাহাতকে হত্যা করে মরদেহ ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এখনও কোনো মামলা হয়নি, প্রস্তুতি চলছে।’