হবিগঞ্জের মাধবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও দুই সিপাহিকে পিটিয়ে হ্যান্ডকাফসহ আটক আসামিকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। পরে পুলিশ হ্যান্ডকাফ উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি।
মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
আহত তিনজন হলেন হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিদর্শক রতন চন্দ্র গোস্বামী এবং দুই সিপাহি তাপস চন্দ্র বৈদ্য ও সাদ্দাম হোসেন।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি তোফানকে আটক করা হয়। তাকে নিয়ে ফেরার সময় মাদক কারবারিরা হামলা চালিয়ে অধিদপ্তরের কর্মকর্তা ও সিপাহিদের পিটিয়ে তোফানকে ছিনিয়ে নিয়ে যায়।
পুলিশ আহত তিনজনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাত ৮টার দিকে তেলিয়াপাড়া চা বাগান থেকে হ্যান্ডকাফটি উদ্ধার করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘এ ঘটনায় চার মাদক কারবারির নামে ও অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এমদাদুল্লাহ মাধবপুর থানায় মামলা করেছেন। তবে এখনই আসামিদের নাম প্রকাশ করতে চাচ্ছি না। তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।’