বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আবাসিকে বাণিজ্য, বাড়ি সিলগালা

  •    
  • ২৩ মার্চ, ২০২২ ০১:১৯

বাড়ি সিলগালা করার বিষয়ে অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা না করতে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। এ ছাড়া একটি ভুয়া ট্রেড লাইসেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট আবাসিক ভবনটিতে বাণিজ্যিক কার্যক্রম চলছিল। তাই সেখানে অভিযান পরিচালনা করে বাড়িটি সিলগালা করে দেয়া হয়েছে।’

আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগে একটি বাড়ি সিলগালা করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ভ্রাম্যমাণ আদালত।

অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হায়দার আলী মঙ্গলবার ধানমন্ডি ১ নম্বর রোডে ‘লেডি এন বস’ নামের ৪১ নম্বর হোল্ডিংয়ের একটি বাড়ি সিলগালা করে দেন।

বাড়ি সিলগালা করার বিষয়ে অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা না করতে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। এ ছাড়া একটি ভুয়া ট্রেড লাইসেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট আবাসিক ভবনটিতে বাণিজ্যিক কার্যক্রম চলছিল। তাই সেখানে অভিযান পরিচালনা করে বাড়িটি সিলগালা করে দেয়া হয়েছে।’

একই দিনে ফুলবাড়িয়া সুপার মার্কেট, ঢাকা মেডিক্যালের সামনে, শাহবাগ ও ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করেছে ঢাদসিকের একাধিক ভ্রাম্যমাণ আদালত।

ঢাদসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এসব অভিযান পরিচালনা করেন।

ঢাদসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার ও আফিফা খান ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এর এ ও বি ব্লকের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম তলার অবৈধ দোকান ও দখলদার উচ্ছেদে অভিযান চালান।

এদিকে ফুলবাড়িয়া সুপার মার্কেটে অভিযানের সময় দখল করা দোকানগুলো খালি করার জন্য নির্দেশ দেয়া হলে অধিকাংশ দখলদার দোকান খালি করে দেন। কিছু দোকানদার মালামাল সরিয়ে নিতে গড়িমসি করলে মালামাল স্পট নিলামের মাধ্যমে ৭১ হাজার টাকায় বিক্রি করা হয়। ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এ আগামীকালও অভিযান অব্যাহত থাকবে।

সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামানের নেতৃত্বে ঢাকা মেডিক্যাল হাসপাতালের সামনের ফুটপাত থেকে অস্থায়ী অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এ সময় জব্দ করা মালামাল ১০ হাজার টাকায় স্পট নিলামে বিক্রি করা হয়। অভিযানে ৪ মামলায় ৪ জনকে ৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সরকারি নির্দেশ অমান্য করে ফুটপাত দখল করে দোকান বানিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় মোহাম্মদ জসিম ও মোহাম্মদ আল আমিন নামে দুই ব্যক্তিকে যথাক্রমে ১৫ দিন ও ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

পরে মুনিরুজ্জামানের নেতৃত্বে শাহবাগে ফুট ওভারব্রিজের নিচের অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

এ বিভাগের আরো খবর