বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কেবিনে আনা হয়েছে রুবেলকে

  •    
  • ২৩ মার্চ, ২০২২ ০১:২৮

ফারহানা চৈতি রূপা বলেন, ‘আজকে রুবেলকে কেবিনে শিফট করা হয়েছে, মোটামুটি সবকিছুই নরমালের দিকে। চিকিৎসকরা দেখবেন শারীরিক উন্নতি বা অবনতি হয় কিনা। এরপর আশা করছি রিলিজ দিয়ে দেবে।’

রক্তে সোডিয়ামের পরিমাণ বেড়ে যাওয়ার পাশাপাশি শুরু হয় ডিহাইড্রেশন, সাথে কিডনির কারণে ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হয় মোশাররফ হোসেন রুবেলের। যার কারণে গত সপ্তাহে তাকে ভর্তি করা লেগেছিল আইসিইউতে।

এক সপ্তাহ আইসিইউতে থাকার পর মঙ্গলবার তাকে নেয়া হয়েছে কেবিনে।

মোশাররফ হোসেন রুবেলের পারিবারিক একটি সূত্র নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে।

রুবেলের স্ত্রী ফারহানা চৈতি রূপা নিউজবাংলাকে বলেন, ‘আজকে কেবিনে শিফট করা হয়েছে, মোটামুটি সবকিছুই নরমালের দিকে। হয়তো আরও দুই তিন কেবিনে রাখা হবে, চিকিৎসকরা দেখবেন শারীরিক কোনো পরিবর্তন আসে কিনা, উন্নতি বা অবনতি হয় কিনা। এরপর আশা করছি রিলিজ দিয়ে দেবে।’

তিনি আরও বলেন, ‘মাঝে দিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছিল। সোডিয়াম লেভেলটা যখন নরমালে চলে এসেছিল, তখন একটু ইনফেকশন দেখা দিয়েছিল ফুসফুসে। ব্লাড প্রেশার অনেক কমে গিয়েছিল। লাস্ট কেমোটা দেয়ার পর প্লাটিলেট কমে গিয়েছিল। তবে সেটা ধীরে ধীরে বাড়বে, চিকিৎসকরা নিশ্চিত করেছিল। এসব এখন কন্ট্রোল করার চেষ্টা চলছে। সবকিছু কন্ট্রোল করতে পারলে, আর শারীরিক অবস্থা একটু ভালো হলেই ছেড়ে দেবে।’

এর আগে ২০১৯ সালে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। প্রায় দেড় বছরের চিকিৎসায় সুস্থ হয়ে উঠছিলেন তিনি। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে এমআরআইয়ে জানতে পারেন যে টিউমারটি আবার বাড়তে শুরু করেছে। তারপর থেকে চলছে কেমোথেরাপি।

এখন পর্যন্ত ২৪টি কেমোথেরাপি নিয়েছেন রুবেল। অক্টোবরে সবশেষ কেমো নেন তিনি।

২০১৯ সালের ১৯ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে অস্ত্রোপচার হয় রুবেলের।

এ বিভাগের আরো খবর