উখিয়ার শাহপরীর হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক শাফায়েত হোসেন। বলেন, ‘ট্রাকটি উখিয়া থেকে বালুখালীর দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশা কক্সবাজারের দিকে আসছিল। পথে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।’
কক্সবাজারের উখিয়ায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন।
মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উখিয়ার কুতুপালংয়ের ট্রানজিট ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার শাহপরীর হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক শাফায়েত হোসেন। বলেন, ‘ট্রাকটি উখিয়া থেকে বালুখালীর দিকে যাচ্ছিল। আর সিএনজি অটোরিকশা কক্সবাজারের দিকে আসছিল। পথে দুর্ঘটনা ঘটে।
‘এতে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।’