বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আরটিজিএসে যুক্ত হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান

  •    
  • ২২ মার্চ, ২০২২ ২২:১৪

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ‘আরটিজিএসের মাধ্যমে এ ধরনের লেনদেনেগুলো দ্রততম সময়ে সম্পন্ন করতে পারলে আর্থিক প্রতিষ্ঠানের সক্ষমতা আরও বাড়বে। চলতি বছরের ১ জুন থেকে বৈদেশিক মুদ্রায় লেনদেন শুরু করতে প্রস্তত কেন্দ্রীয় ব্যাংক। এটি চালু হলে ব্যাংকগুলোর আমদানি-রপ্তানি সংক্রান্ত লেনদেন নিষ্পত্তি কার্যক্রম আরও সহজ হবে।’  

এবার বৈদেশিক মুদ্রায় লেনদেন নিষ্পত্তির সুযোগ পাচ্ছে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংকগুলোর পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরটিজিএস প্ল্যাটফর্মে যুক্ত করতে রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সুবিধা সম্প্রসারণ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

বর্তমানে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক বা অন্য নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে তহবিল স্থানান্তরের জন্য বাংলাদেশ ব্যাংকে পরিচালিত হিসাবের ম্যানুয়াল চেক ব্যবহার করতে হয়। এ ধরনের লেনদেন নিষ্পত্তি করার জন্য কমপক্ষে একদিন সময় লাগে। তবে আরটিজিএস প্ল্যাটফর্মে যুক্ত হলে তখন আর বাংলাদেশ ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না।

বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, আগামী দুই থেকে তিনমাসের মধ্যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য এই সেবা চালু হবে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ‘আরটিজিএসের মাধ্যমে এ ধরনের লেনদেনেগুলো দ্রততম সময়ে সম্পন্ন করতে পারলে আর্থিক প্রতিষ্ঠানের সক্ষমতা আরও বাড়বে। চলতি বছরের ১ জুন থেকে বৈদেশিক মুদ্রায় লেনদেন শুরু করতে প্রস্তত কেন্দ্রীয় ব্যাংক। এটি চালু হলে ব্যাংকগুলোর আমদানি-রপ্তানি সংক্রান্ত লেনদেন নিষ্পত্তি কার্যক্রম আরও সহজ হবে।’

আর্থিক প্রতিষ্ঠানগুলো আরটিজিএসের সঙ্গে সংযুক্ত করতে ইতোমধ্যে বেশ কয়েকটি বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে ১৮টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে আরটিজিএস সিস্টেমের সঙ্গে যুক্ত করা হবে।

বর্তমানে প্ল্যাটফর্মটির মাধ্যমে দেশের ভেতরে স্থানীয় মুদ্রা টাকায় লেনদেনের অনুমতি রয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগে ব্যাংকিং ব্যবস্থায় দুই থেকে তিনদিন আটকে থাকার বদলে আর্থিকখাতে তাৎক্ষণিক তহবিল স্থানান্তর করা যাবে।

বর্তমানে ব্যাংকগুলোর এ ধরনের লেনদেন করার জন্য একজন কর্মীর মাধ্যমে ফরেন ডিমান্ড ড্রাফট (এফডিডি) কেন্দ্রীয় ব্যাংকে রেখে আসতে হয়। এফডিডির এ ধরনের লেনদেন নিষ্পত্তির জন্য ব্যাংকগুলোতে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার চলতি হিসাব রাখতে হয়, যার মাধ্যমে লেনদেন পরিচালিত হয়। কেন্দ্রীয় ব্যাংক কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঋণদাতাদের কাছে পাঠায়।

ফরেন ডিমান্ড ড্রাফট (এফডিডি) হলো কেন্দ্রীয় ব্যাংকের চ্যানেল ব্যবহার করে আন্তঃব্যাংক তহবিল স্থানান্তরের সুবিধার্থে ব্যাংকগুলো ব্যবহৃত একটি চ্যানেল, যা নিষ্পত্তির জন্য এক কার্যদিবস সময়ের প্রয়োজন হয়।

আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেম সহজ করার জন্য ২০১৫ সালের ২৯ অক্টোর রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) প্ল্যাটফর্ম চালু করে কেন্দ্রীয় ব্যাংক। ইলেকট্রনিক সেটেলমেন্ট সিস্টেম রিয়েল টাইমে এবং গ্রস ভিত্তিতে আন্তঃব্যাংক তহবিল স্থানান্তরের অনুমতি দেয়ায় লেনদেন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে নিষ্পত্তিও করা হয়।

আরটিজিএসে লেনদেনের সর্বনিম্ন পরিমাণ এক লাখ টাকা। তবে সরকারি অর্থ প্রদানের ক্ষেত্রে কোনো সর্বোচ্চ সীমা নেই।

দেশের ৬২টি ব্যাংকের ১০ হাজারের বেশি শাখা বর্তমানে আরটিজিএস সিস্টেমের সঙ্গে যুক্ত রয়েছে।

এ বিভাগের আরো খবর