বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হামলায় ‘ভেঙেছে’ সাংবাদিকের হাতের আঙুল

  •    
  • ২২ মার্চ, ২০২২ ২১:১৬

মাসুদ হোসেন খান বলেন, ‘মিন্টু খানের বিরুদ্ধে আমি কয়েক দিন আগে চেক জালিয়াতির একটি মামলা দিয়েছি। সে কারণে ক্ষুব্ধ হয়ে আমাকে সন্ত্রাসী দিয়ে হামলা চালিয়েছে।’

মাদারীপুর সদরে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাসুদ হোসেন খান। তিনি জানান, হামলায় হাতের আঙুল ভেঙে গেছে।

মাসুদের অভিযোগ, তার করা চেক জালিয়াতির মামলার আসামি এই হামলা চালিয়েছে। তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

সদরের আছমত আলী খান সেতুর টোলপ্লাজার সামনে মঙ্গলবার সকালে এই হামলা হয় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা।

মাসুদ হোসেন বলেন, ‘আমি পেশাগত কাজে শিবচর যাওয়ার পথে টোলপ্লাজার সামনে অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী হামলা চালায়। তাদের মধ্যে একজনকে চিনে ফেলি। তিনি হলেন সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের পূর্ব চিরাইপাড়া গ্রামের মিন্টু খান।

‘মিন্টু খানের বিরুদ্ধে আমি কয়েক দিন আগে চেক জাতিয়াতির একটি মামলা দিয়েছি। সে কারণে ক্ষুব্ধ হয়ে আমাকে সন্ত্রাসী দিয়ে হামলা চালিয়েছে, পিটিয়ে জখম করেছে। আমার একটি হাতের আঙুল ভেঙে দিয়েছে। আমি এই সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’

ওসি কামরুল বলেন, ‘যদি আহত সাংবাদিক আইনি ব্যবস্থা নিতে চায়, তাহলে মামলা আমলে নেয়া হবে। আর মামলা হলে আসামিদের গ্রেপ্তারে চেষ্টা থাকবে। সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই কাম্য নয়। যারা এই ন্যক্কারজনক কাজ করেছে, তাদের আইনের আওতায় আনা হবে।’

হামলার অভিযোগের বিষয়ে জানতে মিন্টু খানের মোবাইল ফোনে কল দেয়া হলে তা বন্ধ পাওয়া যায়। তার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

এ বিভাগের আরো খবর