নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার এক শ্রমিককে ধর্ষণ মামলায় তিন যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত। নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বীথির আদালত মঙ্গলবার বিকেলে এ আদেশ দিয়েছে।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ওই নারীর মামলায় গ্রেপ্তার আসামিদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় থানা পুলিশ। আদালত বুধবার রিমান্ড শুনানির তারিখ রেখে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। আসামিরা হলেন, গাবতলী এলাকার আলমগীর হোসেন, একই এলাকার মাহফুজুর রহমান ও আড়াইহাজারের পাঁচআনী গ্রামের আব্দুল গফফার।
মামলায় বলা হয়, ফতুল্লার মাসদাইর এলাকার একটি পোশাক কারখানার সুইং বিভাগে কাজ করেন ওই নারী। একই গার্মেন্টসে তার সহকর্মী হিসেবে কাজ করেন আলমগীর হোসেন। তিনি নানা সময় ওই নারীকে ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব দেন। বিষয়টি গার্মেন্টস কর্তৃপক্ষ জেনে আলমগীরকে ছাঁটাই করে।
গত ২০ মার্চ রাতে কারখানা থেকে বাড়ি ফেরার পথে ওই নারীর সঙ্গে দেখা হয় আলমগীরের। এরপর কৌশলে ওই নারীকে একটি ব্যাটারিচালিত অটোতে উঠিয়ে ফতুল্লার চর রাজাপুর এলাকায় নেয়া হয়। সেখানে একটি হাঁস-মুরগির খামারের ভেতর প্রথমে আলমগীর তাকে ধর্ষণ করেন। এরপর পোশাককর্মীকে ধর্ষণ করেন আলমগীরের দুই বন্ধু মাহফুজুর ও গফফার।
তিনি অসুস্থ হয়ে পড়লে তার মোবাইল ফোন রেখে তাকে একটি অটোরিকশায় তুলে দেন তারা। এ সময় ঘটনা কাউকে না জানাতে হুমকি দেয়া হয়। বাড়িতে ফিরে ওই নারী তার স্বামীকে ঘটনা জানান। পরে তিনজনের নামে থানায় অভিযোগ দেন। সেই অভিযোগ মামলা হিসেবে নেয় পুলিশ। এরপরই পুলিশ নারায়ণগঞ্জ থেকে আসামিদের গ্রেপ্তার করে।