মাদারীপুরের কালকিনিতে প্রতিবেশী যুবকের হামলায় আহত খোকন সরদার নামে এক ব্যবসায়ী মারা গেছেন।
মঙ্গলবার বেলা ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খোকন।
এর আগে ওই ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করে তার পরিবার। পুলিশ অভিযান চালিয়ে ওই আসামিকেও গ্রেপ্তার করেছে।
৪৭ বছর বয়সী নিহত খোকন সরদার কালকিনি পৌর এলাকার মজিদবাড়ি ভূরঘাটা বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মেয়ে সাহিদা খানম।
মামলায় অভিযোগ করা হয়েছে, কালকিনি পৌর এলাকার মজিদবাড়ি ভূরঘাটা লালব্রীজ সংলগ্ন নিজ বাড়িতে বসবাস করেন ওই ব্যবসায়ী। কিন্তু প্রতিবেশী সিদ্দিক মাতুব্বরের ছেলে জোবায়ের মাতুব্বর প্রায় সময়ই তার বাড়ির পাশ দিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে আসা যাওয়া করেন।
গত ১৪ মার্চ জোবায়েরের মোটরসাইকেলের নিচে চাঁপা পরে একটি মুরগি মারা যায়। এ নিয়ে ওই দিনই খোকন সরদারের মেয়ে সাহিদার সঙ্গে জোবেয়েরের বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায় ঘটনাস্থলে খোকন উপস্থিত হলে তাকে মারধর করেন জোবায়ের।
মারধরে গুরুতর আহত হলে খোকন সরদারকে উদ্ধার করে প্রথমে বরিশালের শেরে-এ-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন খোকন।
এদিকে হামলার ঘটনায় নিহত ব্যবসায়ীর মেয়ে সাহিদা খানম বাদি হয়ে হামলাকারী জোবায়েরকে আসামি করে কালকিনি থানায় একটি মামলা করেন। পরে পুলিশি অভিযান চালিয়ে জোবায়েরকে গ্রেপ্তার করেন কালকিনি থানার এসআই আশরাফুল ইসলাম।
এ বিষয়ে এসআই আশরাফুল বলেন, ‘নিহত ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’