ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট না রাখার যে সিদ্ধান্ত গত ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি নিয়েছে, তার অনুমোদন দিয়েছে অ্যাকাডেমিক কাউন্সিল।
কাউন্সিলের সোমবার বিকেলের সভায় উপস্থিত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান নিউজবাংলাকে বিষয়টি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অ্যাকাডেমিক কাউন্সিলের সভা হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন।
‘ঘ’ ইউনিট না রাখার সিদ্ধান্ত অনুমোদনের বিষয়ে অধ্যাপক জিয়া বলেন, “২০২১-২২ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিট থাকলেও ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ‘ঘ’ ইউনিট না রাখার যে সিদ্ধান্ত ভর্তি কমিটি নিয়েছিল, অ্যাকাডেমিক কাউন্সিল সেই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। এই অনুমোদনের মাধ্যমে ভর্তি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে।”
প্রতিবারের মতো ২০২১-২২ শিক্ষাবর্ষেও পাঁচ ইউনিটে ভর্তি পরীক্ষা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তবে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা হবে চার ইউনিটে। ইউনিটগুলোর নামও পরিবর্তন হবে।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি সাধারণ ভর্তি কমিটি ও ডিনস কমিটির সভায় ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিট চালু রাখার সিদ্ধান্ত হয়, তবে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে এ ইউনিট আর রাখা হবে না।
সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ইউনিটগুলোর নাম হবে বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট৷