স্থানীয়দের বরাতে কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার (ওসি) মনজের আলী জানান, সকালে খুলনা ছেড়ে আসা গোয়ালন্দগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি সকালে রেলসেতু পার হওয়ার সময় ওই নারী কাটা পড়েন। এ সময় তার মরদেহ সেতুর নিচে পড়ে যায়।
কুষ্টিয়ার কুমারখালীতে কয়া রেলসেতুর ওপরে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন।
সেতুর নিচে গড়াই নদী থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন, তবে তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করে কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার (ওসি) মনজের আলী বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
স্থানীয়দের বরাতে ওসি জানান, সকালে খুলনা ছেড়ে আসা গোয়ালন্দগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি সকালে রেলসেতু পার হওয়ার সময় ওই নারী কাটা পড়েন। এ সময় তার মরদেহ সেতুর নিচে পড়ে যায়।