অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতির সময় কক্সবাজারের সোনাদিয়া থেকে আটক ১৪৯ রোহিঙ্গা নিয়ে সোমবার রাতেই চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে তিনটি বাস। সেখান থেকে মঙ্গলবার সকালে তাদের নেয়া হবে ভাসানচরে।
ভাসানচর প্রজেক্টসংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ভাসানচর নেয়া হবে। তিনটি বাসে করে সোমবার রাতেই তাদের চট্টগ্রাম ও মঙ্গলবার সকালে জাহাজে করে ভাসানচরে নেয়া হবে।
আটক ব্যক্তিদের মধ্যে ৭৫ জন নারী, ৫১ জন পুরুষ ও ২৩টি শিশু রয়েছে। তাদের ৫ বোটে করে সোনাদিয়া থেকে কক্সবাজারের ৬ নম্বর ঘাটে আনা হয়। সেখান থেকে রোহিঙ্গাদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় তিনটি বাস।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এর দুই-তিন দিন আগে তাদের মালয়েশিয়া নেয়ার কথা বলে ট্রলারে তোলেন দালালরা।
পরে সোনাদিয়ার চরে মালয়েশিয়া বলে নামিয়ে দিলে ঘটিভাঙা ফরেস্ট থেকে তাদের আটক করে পুলিশ।
কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামাল বলেন, ‘টেকনাফ, চকরিয়ার একটি দালালচক্র তাদের একটি ট্রলারে করে মাঝ সাগরে নিয়ে যায়। সেখান থেকে ঘুরিয়ে এনে সোনাদিয়ার পশ্চিমপাড়ার চরে নামিয়ে পালিয়ে যায়। পরে এই রোহিঙ্গারা বনে ঢুকে পড়ে। সেখান থেকে তাদের আটক করে পুলিশ।’
মহেশখালী-কুতুবদিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু তাহের ফারুকী নিউজবাংলাকে বলেন, ‘আমাদের কাছে খবর আসে মালয়েশিয়া যাওয়ার জন্য ১৩৫ রোহিঙ্গা প্রস্তুতি নিচ্ছে। অভিযান চালিয়ে সোনাদিয়ার ঘটিভাঙা ফরেস্ট থেকে তাদের আটক করা হয়। তাদের বিষয়ে খতিয়ে দেখছি।’