ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেতে হলে পিএইচডি ডিগ্রি বাধ্যতামূলক করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে কেন্দ্রীয় নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন।
জানা যায়, সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে একাডেমিক কাউন্সিলের সভা হয়েছে। উপাচার্য ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় শিক্ষকদের পদোন্নতির বিষয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট।
উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গুণগত ও পেশাগত মান বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি পেতে হলে পূর্বশর্ত হিসেবে পিএইচডি ডিগ্রি ও উচ্চতর গবেষণা নির্ধারণ করা হয়েছে। তবে এটি একাডেমিক কাউন্সিল অনুমোদন দিয়েছে। সিন্ডিকেটে তা চূড়ান্ত করা হবে।
উপাচার্য আরও বলেন, সভায় পিএইচডি ও এমফিল শিক্ষার্থীদের গবেষণা অনলাইনে উন্মুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহ দিতে পিইচডি এমফিলের স্কলারশিপের অর্থের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।