আলাদা হলো জোড়া শিশু লাবিবা ও লামিসা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সোমবার ১২ ঘণ্টাব্যাপী সফল অস্ত্রোপচারে শিশু দুটিকে আলাদা করা হয়েছে।
জোড়া লাগানো শিশু লাবিবা ও লামিসাকে নীলফামারীর জলঢাকা থেকে তিন মাস আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে ভর্তি করা হয়। শিশু দুটিকে আলাদা করতে সোমবার সকাল ৮টার দিকে অপারেশন থিয়েটারে নেয়া হয়।
হাসপাতালে শিশু পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশরাফুল হক কাজলের তত্ত্বাবধানে ৩৮ জন চিকিৎসক বিভিন্ন বিভাগের যেমন পেডিয়াট্রিক সার্জারি ছাড়াও নিউরোসার্জারি, প্লাস্টিক সার্জারি, রেডিওলজি, অর্থোপেডিকস সার্জারি, অ্যানেসথেশিওলজি বিভাগের চিকিৎসকরা অস্ত্রোপচারে অংশগ্রহণ করেন।
সফল অস্ত্রোপচারের পর ডা. আশরাফুল হক কাজল সাংবাদিকদের বলেন, ‘সোমবার সকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সফল অস্ত্রোপচারে আমাদের সময় লেগেছে ১২ ঘণ্টা। তিনটি অস্ত্রোপচার যেমন পায়ুপথ, স্পাইনাল কর্ড ও মেরুদণ্ডে পৃথক তিনটি অস্ত্রোপচার করতে হয়েছে। আল্লাহর অশেষ রহমতে অস্ত্রোপচারে আমরা সফল হয়েছি। লাবিবার জ্ঞান ফিরলেও লামিসার জ্ঞান ফেরেনি। পৃথক করা শিশু দুটিকে আইসিইউতে রাখা হয়েছে।’
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৫ এপ্রিল জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের যদুনাথ পাড়ায় লাল মিয়া অনুপম ও মনুফা দম্পতির ঘরে জন্ম নেয় জোড়া শিশু দুটি। শিশুদের বাবা লাল মিয়া একজন রাজমিস্ত্রির সহযোগী। তিনি জানান, তার দুই সন্তানের বয়স এখন ২ বছর ১১ মাস।