ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জের রামনাথপুরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
রামনাথপুরে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে সোমবার দুপুরে চেক দেন রংপুর-৬ পীরগঞ্জ আসনের এই সংসদ সদস্য। প্রতিটি পরিবারকে দেয়া হয় ৫০ হাজার টাকার চেক।
চেক বিতরণ শেষে ক্ষতিগ্রস্তদের উদ্দেশে স্পিকার বলেন, ‘ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলি। তার নির্দেশেই সব ধরনের সহযোগিতা দেই। স্থানীয় প্রশাসনও সহযোগিতায় এগিয়ে এসেছিল।
‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ক্ষতিগ্রস্ত একটি মানুষও যেন পুনর্বাসন থেকে বঞ্চিত না হয়, তাদের যেন পুরোপুরি সহযোগিতা করা হয়। তার নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নিতে শুরু করি, এখনও করছি।’
চেক হাতে পেয়ে খুশি উত্তরপাড়া হিন্দু পল্লির বাসিন্দারা। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে সব হারানো বৃদ্ধ অনুকুল চন্দ্র দাস বলেন, ‘আগুনে বাড়ি ঘর সোউগ পুড়ি গেইছিল, ভাঙ্গিটাংগি গেইছিল। তকন সরকার ট্যাকা দিছিল, সেই ট্যাকা দিয়ে ঘর করি আছনোং। যে চাউল-ডাউল দিছিল সেইলে তো শ্যাষ।
‘ঘরোত ধান-চাউল কিছু ছিল না, মানসের বাড়িত কাম করি খাচনোং। আইজ স্পিকার ম্যাডাম চেক দিল। এই টাকা দিয়ে অনেক উপকার হইবে। ছৈলটা বাজারোত দোকান করবের পাইবে।’
ক্ষতিগ্রস্ত সীতা রানী জানান, হামলার সময় তারা বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। হামলাকারীরা টাকা, গরু-ছাগল, গয়না সব কিছু তারা নিয়ে গেছে। আজ টাকা পেয়ে তার অনেক উপকৃত হলেন। এই টাকা দিয়ে তিনি ছাগল কিনবেন আর দেনা পরিশোধ করবেন।
শরত চন্দ্র দাস বলেন, ‘আমাদের বাড়ি যেন আর কেউ না ভাঙে, আগুন না দেয়। সবাই মিলে মিশে থাকি আমরা। এখন এই টাকা দিয়ে জমি বন্ধক নেব।’
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর মেয়র ও পীরগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, জেলা প্রশাসক আসিব আহসান পুলিশ সুপারসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনের কর্মকর্তারা।