ময়মনসিংহ নগরীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাজিব মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
নগরীর শম্ভুগঞ্জ এলাকা থেকে রোববার রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ২১ বছরের রাজিব মিয়া নগরীর চর ঝাউগড়া এলাকার মিরাজ আলীর ছেলে।
সোমবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের মেজর আখের মুহম্মদ জয় জানান, পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে গত ২৬ ফেব্রুয়ারি সকালে শিশুকে ধর্ষণ করে রাজিব মিয়া। এ সময় শিশুর চিৎকারে অন্যরা এগিয়ে এলে পালিয়ে যায় ছেলেটি।
লোকলজ্জার ভয়ে প্রথমে মামলা না করলেও পরে স্বজনদের পরামর্শে ৫ মার্চ শিশুর মা কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। এরপর থেকেই পালিয়ে ছিল রাজিব। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নির্ণয় করে নগরীর শম্ভুগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিকেলে রাজিবকে ময়মনসিংহ মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।