সাভারের আশুলিয়ায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
আনোয়ার জং নামের একটি শাখা সড়কে সোমবার সকালে এই বিক্ষোভ হয়। এতে অংশ নেন আশুলিয়ার আউকপাড়ার আসকারি ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা।
স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি আল কামরান বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন।
শ্রমিক সাথী আক্তার জানান, তাদের কারখানায় প্রায় ৩০০ জন শ্রমিক কাজ করেন। গত কয়েকদিনে কারখানা কর্তৃপক্ষ নানা অজুহাতে শ্রমিকদের বেতন না দিয়ে অবৈধভাবে ছাঁটাই করেছে।
ছাঁটাইয়ের সময় শ্রমিকদের কাছে থেকে জোর করে সাদা কাগজে সই নেয়ার অভিযোগও আছে। রোববার শ্রমিকরা চাকরিতে পুনর্বহাল ও বেতনের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো সমাধান না করায় রাস্তায় বিক্ষোভ মিছিল করা হয়েছে।
সহসভাপতি আল কামরান বলেন, ‘ঈদের আগে বকেয়া বেতন ও পাওনা পরিশোধ না করে কর্তৃপক্ষ শ্রমিকদের ছাঁটাই করেছে। এটা অমানবিক কাজ।’
এ ব্যাপারে আসকারি ফ্যাশন লিমিটেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক জাকিরুল ইসলাম অনু নিউজবাংলাকে বলেন, ‘গত ১৬ মার্চ কারখানায় কিছু শ্রমিক মারামারি করেছে। কারখানার সিসিটিভি ফুটেজেও আছে সবকিছু। ওই দিনই যে ২৫ জন মারামারি করেছে স্ব-ইচ্ছায় তারা রিজাইন দিয়ে গেছেন। তাদের বেতনও পরিশোধ করা হয়েছে। কিন্তু ফেডারেশনের কিছু নেতাদের নিয়ে তারা এসব করছে। কোন নোটিশ ছাড়াই অনেক শ্রমিককে কারখানা থেকে ভাগিয়ে নিয়ে গেছে। এখন ফ্যাক্টরি বন্ধ হওয়ার উপক্রম। কিছু শ্রমিক নেতা শ্রমিকদের উসকে দিচ্ছেন। কারখানাটা বন্ধ করে দেয়ার পায়তারা করছেন।’