বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘নতুন বঁটি এনে’ স্ত্রী-সন্তানকে হত্যা

  •    
  • ২১ মার্চ, ২০২২ ১২:৪৫

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (গাছা) আহসানুল হক বলেন, ‘স্ত্রীর সঙ্গে মফিজের কলহ লেগেই থাকত। রোববার রাতে মফিজ একটি নতুন বঁটি কিনে আনেন। রাতে সবাই ঘুমিয়ে পড়লে তিনি রহিমা ও রোকনকে ওই বঁটি দিয়ে জবাই করে পালিয়ে যান। পালানোর সময় তার আট বছর বয়সী ছেলে ঘটনাটি দেখে আশপাশের মানুষকে জানায়।’

গাজীপুরে এক রিকশাচালকের বিরুদ্ধে পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তানকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে।

নগরীর বোর্ড বাজারের পূর্ব কলমেশ্বর এলাকায় রোববার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ৪০ বছর বয়সী রহিমা বেগম ও তার ১৬ বছর বয়সী ছেলে রোকন।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (গাছা) আহসানুল হক নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৫৫ বছর বয়সী মো. মফিজের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার রামভদপুর গ্রামে। তিনি স্ত্রী, সন্তান নিয়ে কলমেশ্বর এলাকায় ভাড়া থাকেন ও রিকশা চালান। মফিজ রহিমা বেগমের দ্বিতীয় স্বামী এবং রোকন তার প্রথম সংসারের সন্তান। মফিজের সংসারেও তার দুই ছেলেমেয়ে আছে।

আহসানুল বলেন, ‘স্ত্রীর সঙ্গে মফিজের কলহ লেগেই থাকত। রোববার রাতে মফিজ একটি নতুন বঁটি কিনে আনেন। রাতে সবাই ঘুমিয়ে পড়লে তিনি রহিমা ও রোকনকে ওই বঁটি দিয়ে জবাই করে পালিয়ে যান। পালানোর সময় তার আট বছর বয়সী ছেলে ঘটনাটি দেখে আশপাশের মানুষকে জানায়।’

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মফিজকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

এ বিভাগের আরো খবর