জয়পুরহাটের কালাইয়ে তালাক দেয়া স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ৩৯ বছর বয়সী ওই ব্যক্তির নাম মোহাম্মদ আলী।
ধর্ষণের অভিযোগ এনে শনিবার রাতে মোহম্মদ আলীর বিরুদ্ধে থানায় মামলা করেছিলেন ভুক্তভোগী গৃহবধূ। পরে রাতেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১৩ মার্চ রাতে বাবার বাড়ি কালাই উপজেলার শাইলগুন গ্রামে ধর্ষিত হয়েছেন বলে দাবি করেন ওই নারী। অভিযুক্ত মোহাম্মদ আলী একই গ্রামের ময়েন উদ্দিনের ছেলে।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ বছর আগে মোহাম্মদ আলীর সঙ্গে বিয়ে হয়েছিল ভুক্তভোগী নারীর। ৩ বছরের সংসারে তাদের একটি ছেলে হয়। কিন্তু সন্তানের ৩ মাস বয়সেই তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে।
বিচ্ছেদের পর দীর্ঘ ১৫ বছর ধরে তারা দুজন আলাদা থাকেন। গত দুই মাস ধরে সাবেক স্বামী মোহাম্মদ আলী আবারও তালাক দেয়া স্ত্রীকে বিয়ে করার প্রস্তাব দিয়ে আসছিলেন।
গত ১৩ মার্চ রাতে গৃহবধূর বাবা-মা পাশের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যান। এই সুযোগে রাতে মোহাম্মদ আলী বাড়িতে প্রবেশ করে জোর করে ওই নারীকে ধর্ষণ করেন।
ওই রাতেই ঘটনাটি জানাজানি হলে ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে মোহম্মদ আলীকে বিয়ে করার প্রস্তাব দেয়া হয়। কিন্তু তিনি রাজি না হয়ে উল্টো তার সাবেক স্ত্রীকে প্রাণনাশের হুমকি দেন।
এ ঘটনার জের ধরে, শনিবার রাতে সাবেক স্বামীর বিরুদ্ধে কালাই থানায় মামলা করেন ভুক্তভোগী।
ধর্ষণের মামলা ও আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কালাই থানার ওসি সেলিম মালিক জানান, গ্রেপ্তার হওয়া মোহম্মদ আলীকে রোববার আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।