বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

  •    
  • ২০ মার্চ, ২০২২ ২০:৪৬

নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় পাঁচজনকে ১৫ দিনের বিনাশ্রম সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

নরসিংদীতে গাঁজা সেবন ও পুরিয়া রাখার দায়ে পাঁচজনকে ১৫ দিন কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রায়পুরায় রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর হোসেন।

নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।দণ্ডিতরা হলেন বেলাব উপজেলার সররাবাদ এলাকার রহমত আলী, একই এলাকার বিল্লাল মিয়া, কাঙ্গালিয়া এলাকার মো. পলাশ, রায়পুরার কলাবাড়িয়া হাসেমপুর এলাকার শরিফুল সফিক ও মির্জাপুর এলাকার আকরামুল মোস্তফা।

পুলিশ কর্মকর্তা আজিজুর রহমান নিউজবাংলাকে জানান, উপজেলার রাধানগর ইউনিয়নের পীরপুর মাজার এলাকায় প্রতিদিন মাদকসেবীদের আড্ডা বসে। স্থানীয়দের এমন অভিযোগ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অভিযান চালায় পুলিশ।

মাদক সেবন ও রাখার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। তাদের তল্লাশি করে কয়েকটি গাঁজার পুরিয়া পাওয়া যায়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ১৫ দিন কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে ৫০০ টাকা অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

পরে মাদকসেবীরা ৫০০ টাকা অর্থদণ্ড দিলে ১৫ দিনের সাজা বহাল থাকে। তাদের পাঁচজনকেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় পাঁচজনকে ১৫ দিনের বিনাশ্রম সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। রায়পুরায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো খবর