ওসি এ বি এম মিজানুর রহমান বলেন, ‘জোয়ারের পর খালের পাশে মরদেহটি উপুড় হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরনে ফুল হাতা খয়েরি রঙের শার্ট ছিল। তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং মুখে কাঁচা-পাকা লম্বা দাড়ি আছে। মাথার চুলও কাঁচা-পাকা। মরদেহটি কিছুটা গলে গেছে, তাই আঘাতের চিহ্ন আছে কি না বোঝা যায়নি।’
চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা খাল থেকে ফের অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
খালের কালারপোল এলাকা থেকে রোববার বেলা ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মিজানুর রহমান।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘জোয়ারের পর খালের পাশে মরদেহটি উপুড় হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরনে ফুল হাতা খয়েরি রঙের শার্ট ছিল। তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং মুখে কাঁচা-পাকা লম্বা দাড়ি আছে। মাথার চুলও কাঁচা-পাকা। মরদেহটি কিছুটা গলে গেছে, তাই আঘাতের চিহ্ন আছে কি না বোঝা যায়নি।’
নিহতের পরিচয় উদ্ধারে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
শনিবারও এই খাল থেকে একটি অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করা হয়।