চট্টগ্রামের কোতোয়ালি থানার গোয়ালপাড়া এলাকার তুলাতলীতে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ৮৩৭টি স্থাপনা উচ্ছেদ করেছে পূর্বাঞ্চল রেলওয়ে। উচ্ছেদ অভিযানে এসব স্থাপনা থেকে ৩ হাজার অবৈধ দখলদারকে বিতাড়িত করে ১ দশমিক ৭৭ একর জায়গাও উদ্ধার করা হয়েছে।
রোববার দিনভর এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পূর্বাঞ্চল রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ। এ সময় অবৈধ বৈদ্যুতিক লাইনও বিচ্ছিন্ন করা হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মুহাম্মদ মাহাবুবুল করিম বলেন, ‘সকাল থেকে আমাদের অভিযানে ৮৩৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।’
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বিভাগীয় কমান্ড্যান্ট শফিকুর রহমান বলেন, ‘উচ্ছেদ অভিযানে কোনো পক্ষপাতিত্ব হচ্ছে না। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করেই এই অভিযান চালানো হচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন- রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা শাকের আহমেদ, সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. শহিদুজ্জামানসহ আরও অনেকে।