রাজধানীর বাড্ডায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৬০ বছর বয়সী মোহাম্মদ তারা মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা জানান, বাড্ডার শাহাবুদ্দিন মোড়ে নুর সালামের বাড়ির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন তারা মিয়া। এ সময় দ্রুতগামী বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি জানান, পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
নিহতের ভাগিনা মোহাম্মদ সালাম বলেন, ‘আমার মামার বাম পা আনেক আগে থেকে ভাঙা ছিল। তিনি আগে মাছের ব্যবসা করতেন, সম্প্রতি কোনো কাজ করতেন না।’
তারা মিয়ার গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার চরমোহনপুরে। পূর্ব বাড্ডা কবরস্থান রোডের ২২ নম্বর বাসায় সপরিবারে থাকতেন তিনি।