অবৈধভাবে পণ্যের দাম বাড়িয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বলেন, ‘সুযোগ বুঝে ইচ্ছেমতো পণ্যের দাম বাড়িয়ে মানুষের কষ্ট বাড়াবেন না। এ ধরনের ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, ব্যবস্থা নেয়া শুরু করেছি।’
কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে রোববার দুপুরে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে এসে তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক বাজারে কয়েকটি পণ্যের দাম অনেকখানি বেড়ে গেছে। অসাধু কিছু ব্যবসায়ীর লোভের শিকার হয়ে নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।
তাই রংপুর ডিসিকে নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ‘কোনো ধরনের দ্বিধা করবেন না। যে অসাধু ব্যবসায়ীরা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন, তাদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ সর্বোচ্চ শাস্তি দেবেন।’
তিনি বলেন, ‘ব্রাজিল, আর্জেন্টিনা ও মালয়েশিয়া থেকে আমরা তেল আমদানি করি। সেখানে দাম বৃদ্ধি পেয়ে সাড়ে ৮০০ ডলার থেকে দাঁড়িয়ে ১ হাজার ৬০০ ডলার হয়েছে। তাই আমদানিকারকরাও বেশি দামে বিক্রি করছেন। এটি তেল, ডাল এবং চিনির ক্ষেত্রেও।
‘এ কারণে টিসিবির মাধ্যমে ট্রাকে করে সব শহরে এবং গ্রামে দরিদ্র মানুষের জন্য সাশ্রয়ী দামে এসব পণ্য বিক্রি করা হবে। সামনে রমজান মাসে প্রধানমন্ত্রী এক কোটি মানুষকে এই সুযোগ দিতে চাইছেন। যে পরিবারে পাঁচজন আছে, সে অনুযায়ী পাঁচ কোটি মানুষ পাবে।’
দেশে পণ্যের যথেষ্ট পরিমাণ স্টক রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘যাদের অবস্থা একটু ভালো তারা পুরো মাসের জন্য চিনি, ছোলা, খেজুর, তেল একবারে কেনেন। যাদের প্রতিদিনই প্রয়োজনীয় জিনিস কিনতে হয়, তাদের জন্য কষ্ট হয়ে যায় বেশি দামে পণ্য কেনা।
‘প্রধানমন্ত্রী চান দেশের মানুষকে ভালো রাখতে। এ কারণে আমরা টিসিবির পণ্য দিচ্ছি, ১৫ রজমানের মধ্যে আরও দেব। যে কার্ডগুলো দেয়া হয়েছে, সেগুলো যত্নে রাখবেন। যখনই প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন, তখনই টিসিবির পণ্য পৌঁছে যাবে।
‘আন্তর্জাতিক বাজারে দাম কমতে শুরু করলে দেশেও দাম কমবে।’