মোরেলগঞ্জ থানার ওসি শাহজাহান আহমেদ বলেন, শিয়াল-কুকুর নবজাতকের শরীরের কিছুটা ক্ষতবিক্ষত করে ফেলেছে। কারা শিশুটিকে ফেলে গেছে তা এখনও জানা যায়নি।’
বাগেরহাটের মোরেলগঞ্জের একটি মাঠ থেকে নবজাতকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের উত্তরচর এলাকার কালাম সরদারের বাগান বাড়ির কাছের মাঠ থেকে রোববার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। শিয়াল-কুকুর শরীরের কিছুটা ক্ষতবিক্ষত করে ফেলেছে। মরদেহের ময়নাতদন্ত করা হবে। কারা শিশুটিকে ফেলে গেছে তা এখনও জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’