সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্র শুভ সরকারের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
উপজেলার চান্দাইকোনা এলাকা থেকে রোববার সকালে মরদেহ উদ্ধার করা হয়।
১৪ বছরের শুভ চান্দাইকোনা গ্রামের সুকুমার চন্দ্রের ছেলে ও চান্দাইকোনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
এর আগে গত শুক্রবার বিকেলে দোল উৎসব শেষে বন্ধুদের সঙ্গে ফুলজোড় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, ওই দিন দোল উৎসব শেষে কয়েকজন বন্ধু নদীতে গোসল করতে নামলে শুভ নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিসের সদস্য ও রাজশাহী থেকে আসা ডুবুরিদল দুই দিন উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পাননি।
আজ সকালে ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে শুভর মরদেহ ভাসতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।